ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে করোনা প্রতিরোধ প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত 

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:২২, ৭ নভেম্বর ২০২০

ফরিদপুরে করোনা প্রতিরোধ প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত 

করোনা প্রতিরোধ প্রচারণা র‌্যালি

ফরিদপুর জেলার সম্মানিত জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক নেতৃবর্গ, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ সাংবাদিকবৃন্দ রোভার বিএনসিসি স্কাউট গার্লস গাইড এবং সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে সমগ্র ফরিদপুর জেলায় একযোগে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় থেকে ফরিদপুর উপজেলা পর্যন্ত এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা মহামারী এখন দ্বিতীয় পর্যায়। তা মোকাবেলায় সরকার বদ্ধপরিকর। করোনা থেকে বাঁচার অন্যতম উপায় সবাইকে মাস্ক পরিধান করা। মাক্স ছাড়া কেউ কোন সেবা পাবে না। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কোন দোকানি মাস্ক না পড়লে ক্রেতাদের কাছে মালামাল বিক্রি করবেন না। সবাইকে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার করতে হবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যক্ষ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ওয়াজ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝরনা হাসান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপাদ ঘোষাল, ফরিদপুর ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন এফডিএর আজহারুল ইসলাম, সাংবাদিক পান্না বালা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন ও এনজিও ব্যক্তিত্বসহ হাজার হাজার লোক অংশগ্রহণ করে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত